চাকরির সুযোগ বৃদ্ধি পায়
বর্তমানে প্রায় সব কোম্পানিরই অনলাইন মার্কেটিং প্রয়োজন।
SEO Expert, Social Media Manager, Digital Marketer হিসেবে চাকরির সুযোগ রয়েছে।
ব্যবসা বাড়াতে সাহায্য করে
অনলাইন বিজ্ঞাপন, ফেসবুক/গুগল এডস, ওয়েবসাইট প্রোমোশন দিয়ে ব্যবসা দ্রুত ছড়ানো যায়।
টার্গেট কাস্টমারদের কাছে সহজে পৌঁছানো যায়।
অনলাইন ব্র্যান্ড তৈরি
ডিজিটাল মার্কেটিং জানলে নিজের ব্র্যান্ড বা সার্ভিস প্রচার করা সহজ হয়।
কম খরচে বেশি লাভ
প্রচলিত মার্কেটিং (পোস্টার, ব্যানার, টিভি বিজ্ঞাপন) এর তুলনায় অনেক কম খরচে কার্যকর প্রচার করা যায়।
স্বাধীনভাবে কাজ করার সুযোগ
অফিস টাইম বা বসের চাপ নেই, নিজের সময় অনুযায়ী কাজ করা যায়।
গ্লোবাল মার্কেটে কাজের সুযোগ
Upwork, Fiverr, Freelancer, PeoplePerHour এর মতো প্ল্যাটফর্মে সারা বিশ্বের ক্লায়েন্টের সাথে কাজ করা যায়।
ডলার ইনকাম করার সুযোগ
বিদেশি ক্লায়েন্ট থেকে ডলার আয় করা যায়, যা বাংলাদেশে তুলনামূলক বেশি টাকায় রূপান্তর হয়।
বিভিন্ন স্কিল ব্যবহার করার সুযোগ
Graphic Design, Web Development, Content Writing, SEO, Digital Marketing – যে কোন স্কিলে আয় সম্ভব।
চাকরির বিকল্প ব্যবস্থা
বেকারত্ব দূর করে ঘরে বসে আয়ের সুযোগ তৈরি হয়।
Freelancing মার্কেটপ্লেসে Digital Marketing সবচেয়ে বেশি ডিমান্ডে থাকা স্কিল।
শেখার পর চাকরি, ব্যবসা ও অনলাইন আয় – সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়।